আমি একজন শ্রমিক
মোঃ মেহেদী হাসান
আমি একজন শ্রমিক পেটের ক্ষুধা নিবারণ,
করার জন্য দিন রাত পরিশ্রম করি।
পরিশ্রমের করে যে অর্থ কামাই করি তাই দিয়ে,
আমার সংসার চালাই আমি চুরি ডাকাতি করিনা।
সপ্তাহ বা মাসের শেষ পাই আমি বেতন কিন্তুু,
মালিক আমার বেতন টাকা ঠিক মতোদেয় না।
আমি যদি চাইতে যাই আমার ঘাড় ধাক্কা,
দিয়ে আমাকে বাসা থেকে বেড় করে দেয়।
আমি নিরুপায় হয়ে যাই কী করবো জানিনা,
গাদার মতো আমি খেটেই মরছি নেজ্য টাকা পাইনা।
এক টাকা দুই টাকা করতে করতে প্রচুর টাকা পাবো,
আমি মালিকের কাছে এতো হাতে পায় ধড়ি টাকা জন্য কান্নাকাটি করি তবুও দেয়না ।
অন্যর নিকট নালিশ দিলে তাড়াও তার বিচার করেনা আমি আজ অসহায়,
নিজের পরিশ্রমের টাকা আদায় করার জন্য পুলিশের নিকট যাই।
কিন্তু পুলিশ বেটা আমার কথা শুনে না উল্ট,
আমাকে পাগল বলে আটক করে টর্চার।
মালিকের উপারে ক্ষিপ্ত হয়ে আমি তার পেটে ছুরি চালাই,
এই আপরাধের কারনে আজ আমার জেল হয়।
কিন্তুু আমি আমার পরিশ্রমের টাকার জন্য কতো মানুষের নিকট এবং,
পুলিশের নিকট বিচার চেয়েছি কিন্তু কেউ আমার কথা শুনে নাই।