লাঞ্চিত ও বঞ্চিত
মোঃ মেহেদী হাসান
আমি ১৯৭১ সালের মুক্তি যুদ্ধ,
দেখিনি সুনেছি আমার মায়ের মুখে।
মুক্তি যুদ্ধ সময় ৩০,০০০হাজার,
নারী ইজ্জত হারিয়ে ছিল।
কেড়ে নিয়েছিল পাকিস্তানি হানাদার,
বাহিনী ৩০,০০০০০ লক্ষ তর তাঁজা প্রান।
এই বাংলার মানুষকে দেয়নি,
খাদ্য বস্র শিক্ষা ও চিকিৎসার সুবিধা।
সব সময় তাঁরা বাঙালীদের,
করতো অপমান ও লাঞ্চিত বঞ্চিত।