হে স্বাধীনতা
মোঃ মেহদী হাসান
হে স্বাধীনতা তুমি আসবে বলে কতো,
শহীদ গন তার তাজা প্রান দেওয়ার জন্য প্রস্তুুর ছিল।
হে স্বাধীনতা তুমি আসবে বলে কতো,
গাজী গন ফুলের তোরা হতে নিয়ে দাড়িয়ে ছিল।
হে স্বাধীনতা তুমি আসবে বলে কতো,
বুদ্ধিজীবী গন বুদ্ধি রটিয়ে ছিল তোমাকে আপন করে পাবে বলে।
হে স্বাধীনতা তুমি আসবে বলে কতো,
কৃষক শ্রমিক ও চাকরিজীবী গন
যুদ্ধ করার জন্য প্রস্তুুর ছিল।
হে স্বাধীনতা তুমি আসবে বলে কতো,
তরুণ তরুণী ও ছাত্র জনতা যুদ্ধ করে তোমাকে
আপন করে পাওয়ার জন্য যুদ্ধ ট্রিনং দিয়ে ছিল।
হে স্বাধীনতা তুমি আসবে বলে কতো,
নারী তার সন্তানকে যুদ্ধে পাঠাবে বলে অধা করেছিল।
হে স্বাধীনতা তুমি আসবে বলে কতো,
তরুণ তরুণী বাসর রাত ও ফুল সজ্জার রাত
ছেড়ে দিয়ে যুদ্ধ করার জন্য ধাবিত হয়ে ছিল।
লেখার স্থানঃ ঘটখালী কেন্দ্রীয় জামেমসজিদ ( ঘটখালী, আমতলী, বরগুনা)