বাবা
মোঃ মেহেদী হাসান
বাবা নামের বৃক্ষটি দাঁড়িয়ে আছে,
বট গাছের মত।
তোমার আদর, স্নেহ, মায়ায়,
ও মমতায় জুড়িয়ে যায় আমার প্রাণ।
আমার যখন বিপদ আসে কাছে,
তুমি তখন আমায় আগলে রাখ বুকের মাঝ খানে।
মাথার ঘাম পায় ফেলে,
অন্ন এনে দাও আমার মুখে।
তোমার কাছে এত ঋনী,
কী করে রিন শোধ করি।
বাবা তোমার রিন শোধ করার ক্ষমতা আমার নাইরে,
পারলে তুমি ক্ষমা করো তোমার হতভাগা ছেলেটাকে।