এসেছে ফাল্গুন
মোঃমেহেদী হাসান
বসন্ত এসে গেছে,
এসেছে ফাল্গুন মাস।
গাছের ডালে ডালে ধরেছে,
নতুন নতুন পাতা ও ফুল।
চতুর্দিকে ছড়াচ্ছে ফুলের শু ঘ্রাণ,
মুগ্ধ হচ্ছে সাবাই ছিরছে ফুল শিশু তরুণ তরুণী ।
বসন্ত এসে গেছে তাই তরুণ তরুণী পরছে,
হলুদ রঙ্গের কাপড় গাতছে ফুলের মালা।
প্রকৃতি যেন সবুজ আর সবুজ চতুর্দিক যেন প্রকৃতির, এক অনান্য সৃষ্টি তাই দেখে মুগ্ধ আমরা সাবাই।