একুশে ফেব্রুআরি
মোঃ মেহেদী হাসান
একুশে ফেব্রুআরি আমার প্রাণ।
একুশে ফেব্রুআরি আমার ভালোবাসা।
একুশে ফেব্রুআরি আমার তরুণ তরুণী হুংকার।
একুশে ফেব্রুআরি আমার মায়ের মুখের ভাষা।
একুশে ফেব্রুআরি আমার শত শত ভাইদের রক্ত দিয়ে ক্রায় করা।
একুশে ফেব্রুআরি আমার সকাল বেলার প্রভাত ফেরি গান।
একুশে ফেব্রুআরি আমার বর্ণ মালা অ আ এবং ক খ।
একুশে ফেব্রুআরি আমার মনের ভাষা।
একুশে ফেব্রুআরি আমার মুখের বুলি।
তোঁই তো আমি সব সমায় একুশে ফেব্রুআরি কে ভালোবাসি।