একুশে ফেব্রুআরি
মোঃ মেহেদী হাসান
ফেব্রুআরি একুশ তারিখ সকাল বেলা সাজ সকালে খোকা,
বাবু ফুলের তোরা হাতে নিয়ে যাচ্ছে হেটে শহিদ মিনারে।
শহিদের শরনে তিনি ফুলের তোরা দিবে শহিদ মিনারে,
শিক্ষা গুরু বন্দু বান্দবদের সাথে মিলে মিশে যাবে ।
তিনি প্রভাত ফেরি মিছিলে এবং মিলাদ পরে দোওয়া,
করবেন শহিদের শরনে যাতে তাদের রুহুতে শান্তি পায়।