মামা বাড়ি
মোঃমেহেদী হাসান
মামার হাতের দুধ মাখা
ভাত খেতে লাগে মজা।
স্বাধের ফল আম কাঁঠাল
ছেড়ে চায়না যে মন যেতে
নিজের বাড়ি যতই,
আমি ভালো খাবার পাই মামীর
হাতের মুটিয়া পিঠার তুলনা যে নাই।
আমার বাড়ির নদী নালা দেখ যেমন সুন্দর মামির হাতের রান্নাবান্নার সাথে তুলনা যে কারো সাথে নাই।