যুদ্ধ শিশু
মোঃ মেহেদী হাসান
সকাল বেলা ঘুম থেকে উঠে দরজায় খুলে বসে,
থাকি খোকা যুদ্ধ থেকে ফিরে আসবে বলে।
খোকার জন্য অপেক্ষা করতে করতে আমার রাত দিন,
যেন এক হয়ে গেছে আমার চোখে কোন ঘুম নিদ্রা নেই।
কখন জানি খোকা যুদ্ধ থেকে ফিরে এসে মা বলে ডাক দিয়ে বসে,
তখন যদি আমি সঙ্গে সঙ্গে দরজায় না খুলি তাহলেও কষ্ট পেতে পারে।
আমি এখন ওর জন্য ভাত রান্না করে টেবিলের উপর বসে থাকি,
কখন জানি খোকা এসে বলে মা আমি ভাত খাবো।
আয়রে খোকা আয় যুদ্ধ থেকে ঘরে ফিরে আয় তুই,
যখন যুদ্ধে গিয়েছিলি তখন তোর স্ত্রী গর্ভবতী ছিল।
আজ তোর স্ত্রী কোল ঝুরে একটি ফুটফুটে পুত্র,
সন্তান এসেছে তুই তার মুখ দেখবি না খোকা।
তোর স্ত্রী তোর কাছে পুত্র সন্তান তুলে দিবে বলে আজও কান্নাকাটি করছে,
এবং তোর সন্তান তোর নিকট থেকে আদর স্নেহ পাওয়ার জন্য ছটফট করছে।