চরিত্রহীন লম্পট মেয়ে
মোঃমেহেদী হাসান
এই তরুণ যুবক তুমি আমাকে,
নষ্ট চরিত্রহীন লম্পট মেয়ে বলবেনা।
কারন, তোমার মতো এক যুবক আমাকে,
জোড় পূর্বক আমার ইজ্জত নষ্ট করছে।
তার জন্য আমি নষ্ট চরিত্রহীন লম্পট মেয়ে
এক সময়,
আমি এই সমাজে মাথা উচুকরে বাঁচার সপ্ন দেখছি।
আমি শিক্ষিত মেয়ে হবো এবং একটি,
সুখের সংসার করবো ভেবেছিলাম।
কিন্তুু আজ আমি আমার ইজ্জত হারানোর,
কারনে এই সমাজে মাথা নিচু করে বেঁচে আছি।
কারন আত্মহত্যা মহাপাপ বিদায় আমি,
আত্মহত্যা করিনি এর জন্য আমি বেঁচে আছি।
তুমি কি পারবে আমার মতো এই ইজ্জত হারানো, মেয়েটিকে বিবাহ করে স্ত্রী মর্যাদা দিয়ে মাথা উচু করে বাঁচাতে।
আমি জানি তুমি পারবেনা কারন আমি ইজ্জত, হারানো একটি নষ্ট চরিত্রহীন লম্পট মেয়ে বিধায়।