রক্ত
মোঃ মেহেদী হাসান

লক্ষ  লক্ষ  শহীদের রক্তের বিনিময়ে,
আজ পেলাম মোরা লাল সবুজের পতাকা।
কতো ছাত্র জনতার রক্তের,
বিনিময়ে আজ পেলাম মোরা স্বাধীনতা।
কৃষক শ্রমিক ও বুদ্ধিজীবীদের,
আত্মদানে  আজ পেলাম মোরা স্বাধীনতা।
শেখ মুজিবুর রহমান রেচকোস ময়দানে দাড়িয়ে বজ্রকন্ঠ হুনকার এর বিনিময় পেলাম স্বাধীনতা।
কতো মায়ের কোলের শিশুর রক্তের,
বিনিময়ে তৈরী হলো লাল সবুজের পতাকা।