বাংলাদেশ
মোঃ মেহেদী হাসান
বাংলাদেশের মাটিরে ভাই,
সোনার চেয়ে খাঁটি।
এইদেশের মাটিতে ভাই,
ফলে নানান রকমের ফসল।
ছয় ঋতুর দেশরে ভাই,
আমার সোনার বাংলা দেশ।
মাঠ ভরা ধান, পাট ও চা এই সব ধরনের ফসল ফলে এই বাংলায়।
নদী নালা, খাল বিল ও ঝিলে,
লাল, সাধা ও সবুজ রাঙের সাপলা ফুল ফোটে।
এই দেশেতে রয়েছে ভাই,
পাহাড়, পর্বত ও ঝর্ণা।
প্রাকৃতির সূন্ধর্জ ময় সৃষ্টি,
আমার এই সোনার বাংলা দেশ।