বাংলাদেশ
মোঃ মেহেদী হাসান
আমরা নবীন আমরা তরুণ আমরা গরবো দেশটাকে, শেখ মজিবুর রহমানের সপ্ন ছিলো সোনার বাংলাদেশ হবে।
মাঠে ঘাটে ফালাবো আমরা সবুজ শ্যামল ফসল, বিক্রয় করে আনবো আমরা বিদেশী মুদ্রা।
আমরা কৃষক তাতি জেলে কামার কুমার মোরা সবাই, ভাই ভাই এক জোট হয়ে সবে মিলেমিশে করবো পরিশ্রম।
মোদের লাগর কেইবা পাবে ভাই আমাদের দেশে পন্য, দ্রব্য উৎপাদন করে করবো ব্যাবসায় বাণিজ্য।
হালাল টাকা পয়শা উপার্জন করে গড়বো আমরা, সোনার বাংলাদেশ বিশ্য বাশি চিনবে মোদের বাংলাদেশ।