আল - কুরআন
মোঃ মেহেদী হাসান
হে প্রভু দয়াময় তুমি আমাকে মাফ করে দাও পবিত্র, আল - কুরআনের উচিলায় এই কিতাব সর্ব উত্তম কিতাব।
যাহা মানব জাতিকে আলোর পথ দেখায় এই,
কিতাব খানি পাঠ করলে জুড়িয়ে যায় সবার প্রান।
তোমার দেওয়া ১০৪ খানা কিতাবের মধ্যে আল কুরআন সর্ব,
উত্তম ও শ্রেষ্ঠ কিতাব এতে মোরা সকল মুসলমান বিশ্বাসী ।
সকাল বেলা উঠে ঘরে বসে পুরুষ ও নারী আল- কুরআন পরে মসজিদে গিয়ে,
শিশু ও তরুণ কুকিলের শুরে মধুর কন্ঠে আল- কুরআন পাঠকরে।
তাই শুনে যেন নানা প্রজাতির পশু পাখি আনন্দে করে ডাকা-,
ডাকি নদী নালায় যেন কলকলিয়ে চলে আসে জোয়ার ও ভাটা ।
সূর্য মামা আকাশ থেকে ভুবনে ছড়াচ্ছে আলো, প্রকৃতি যেন সবুজ ও শেমল হয়ে জায়।