এক টুকরো ভালোবাসা
মোঃমেহেদী হাসান
তুমি আমার হাতটি শক্ত করে ধরো,
আমি চাইনা তোমাকে ছেড়ে যেতে।
আমি চাই তোমার বুকের সাথে বুক মিলিয়ে,
থাকতে জতুই বাধা আসুক মোর কাছে।
মানবোনা কোন বাধা সব বাধা অতিক্রম,
করে আমি তোমাকে ভালোবেসে যাব।
শুখে দুঃখে সব সমায় থাকবো আমি পাশে,
মন প্রান উজাড় করে তোমায় ভালোবাসবো।
রাত্রি বেলা তোমার মাথায় হাতবুলিয়ে ঘুমপড়াব,
গাইবো আমি মধূর শুরে কতো ধরনের গান।
তোমার আমার ভালোবাসা দেখে রাত্রি বেলা
জোনাকি পোকা হাসবে ও হাসবে চাঁদ মামা