মুছে দেব তোমার আর্তনাদের কাফেলা
স্থির হবে সন্তর্পণে একটা সিনার শায়েরিতে;
সেরে যাবে দীর্ঘ যাত্রার পর তৃষ্ণার ঢোক-
একটা সেপ্টেম্বর চেপে বসেছে তোমার
বিন্দু বিন্দু ঘামের শরীরে এবং এই বৃষ্টি
এই রোদের গর্ভে উৎসবের পেয়ালায় এবং
শরাব হয়ে সামনে দাঁড়াবে একটা হৃদয়
তুমি রাঙাতে পারো তোমার অবসর মুহূর্ত
এনজয় করে নিতে পারো- একটা জলসা
আমি মেজেতে বসে দেয়ালে পিঠ ঠেকে
দেখবো তোমার টেকচাঁদ ঠাকুরের কথ্য
রীতিতে প্রাক-প্রাথমিক নাচের ভাষারীতি
তুমি চাইলে আজ আমি হব তোমার
বিশ্রামাগার কিংবা ক্লান্ত মুছে দেয়ার
সরাইখানা। ওহে অশ্ব, যদি তুমি চাও
থেকে যাবে আজ।