লকারের
ভিত্রে পুনঃপুন আটকে রাখা প্রণয়ের ইবাদত
যার জন্য কায়েম করে রেখেছি
‘সে নিজেকে ঘোড়া দাবি করলেও, আমাকে মানেন না কিছুই!’
— মূলত আমি ফ্যাশন ডিজাইনার
ফুঁ দিয়ে একে ফেলি বাতাসে—
প্রণয়ের আলসার জনিত জুব্বা- শেমিজ!
রাখালিয়া তহকীক তার ভ্রম স্বরুপ:
কোল চেপে জেনেটিক ছাদ প্রাঙ্গনে
উপচে পড়ে— বেদনার হরমোন
লকার খুলিনি আর, চালতা কৃষিতে
লক করে রেখেছি, দু'পা বিশিষ্ট ঘোড়াকে—
স্মোকিং এবং নয়া মদ্যপানে;
রচনাকাল : চার-ই মার্চ, দুই-হাজার বাইশ।