ছড়া - আহা বৃষ্টি
মাহদী মল্লিক
আকাশটাকে চুমিয়ে আমি
বৃষ্টি দিবো এনে
বৃষ্টি পড়বে টাপুর- টুপুর
ভেজবে সর্বজনে!
খোকা- খুকি নাচবে তালে
বৃষ্টির আহা ঝংকার!
পোটলা - পুটলী গাঙরব্যাঙ
করবে জলে সংসার।
আহা বৃষ্টি সাধের বৃষ্টি;
বৃষ্টি মাখা তনু
আজকে আর চাইবো না’কো
গগনের রামধনু!
বৃষ্টি জলে প্রকৃতি সব
চুপটি মেরে বেশ!
সেই ফাঁকে টিনের চালে
বৃষ্টি শব্দ রেশ।
আহা বৃষ্টি ছড়ার বৃষ্টি ;
পাতিশিয়ালের বিয়ে!
টোপর মাথায় পাতি বউকে
যাবে বর নিয়ে!
রচনা - ১৮-০৩-১৯ খ্রি.