শুভ— শুভ নববর্ষ
সালডা জানি কতো?
ইংরেজিতে  ব্যস্ত আমি—
জানি কী আর অতো!

এপ্রিলের চৌদ্দ তারিখ
ইংরেজিতেই গুনি!
থার্টি ফার্স্ট নাই এখানে?
পালা, বাউল শুনি!

ক্যালেন্ডারে গুইনা রাখে
বাংলা তারিখ সন,
একটা দিনে বাঙাল সাজি!
ফেরেশ করি মন।

ইঞ্চি দুয়েক মেকাপ মাখি
খোঁপায় বেলী ফুল,
লাল পাড়ের শাদা শাড়ি
বাঁধাই হুলুস্থুল!

আলতা রাঙা পা দেখি না
উচু হিলের জুতো!
নূপুর পায়েল হারিয়ে গেলো
সাথে গায়ের সুতো!

কর্ম দোষে দুষ্ট আমি
মঙ্গল খুঁজে ফিরি,
গামছা মাথায় মূর্তি হাতে
এ্যাংলো বাবুগিরি!

ছাগল বেচা টাকা দিয়ে
ইলিশ কিনে খাই!
একটা দিনের ইলশে ছুতোয়
হিন্দিতে গান গাই!

হালখাতাটা আর দেখিনা
হিসেব-নিকেশ কই!
মাচার উপর সাজিয়ে রাখা
কোথায় মিষ্টি, দই!

সূর্যোদয়ের সাথেই নাকী
বাংলা সালের শুরু,
রাত বারোটায় তুফান দেখে
কুঁচকে ওঠে ভুরু!

মেলায় যেতে ভালোই লাগে
আঁচ করা যায় গতর!
বাংলা আমার হরহামেশা
খুলছে রোজই সতর।

১লা বৈশাখ, ১৪২৪
চট্টগ্রাম।