অদ্ভুতুড়ে স্বভাব আমার
চলছেতো হররোজ,
বসকে রাখি ঝাড়ির ওপর
নাও অফিসে খোঁজ।
দশটার অফিস এগারোটায়
অনিয়মের খেল,
কাজের ঘোরে মগ্ন থাকি
লাগাই নাতো তেল।
হাঁটার পথে রিকশা লাগাই
সাজি নিজে বস,
তেল বিনা আজ চলা যে দায়
মজুদ রাখি রস।
সময়মত টিভি দেখি
জঙ্গি হবার ভয়,
অবসরে বসে ভাবি
সময় আমার নয়।
বাসায় আমি বেটি সাজি
বেটা আমার বউ,
বাঁকা কথায় বেজার হলে
পাবো কোথা মৌ।
পুতকে ডাকি বাবার মতো
বাপকে ডাকি পুত,
অদ্ভুতুড়ে স্বভাব আমার
চলছেতো নিখুঁত।