যখন যা কিছুতেই পূর্ণ হতে হাতছানি দেই—
খুঁজতে থাকি, পুছতে থাকি!
ধূর- কোনোটাতেই মন বসে না।
তর সয় না
ভবিষ্যতের চেতন আমায় টানতে থাকে
তাই- উদোম হাওয়ায় বোতাম খুলে চলতে থাকি
বলতে থাকি বদলে যাবার গল্প কথা
শুধু মুখেই ফোটে— হয় না চলা।
নিকোটিনের শুভ্র ধোঁয়ায় বিকেল কাটে
ছাইদানিটা হয় না খোঁজা, সময় যাবে
পিঠের দাগে সাক্ষী থাকে ইজি চেয়ার
নিরেট মানুষ- হাতে দামী বই ও খাতা।
হয় না হাঁটা।
হাঁটার পথে ইচ্ছে করেই সাহায্য নিই, যানবাহনের।
পৃষ্ঠা ক’খান পড়ার পরে নামিয়ে দেয় বাসওয়ালারা
উঁহ- তবু হয় না পড়া।
তবু ইচ্ছেগুলো পূর্ণ থাকুক। হয় না।
অপূর্ণতার করাল গ্রাসে— পড়ার স্থলে পরতে গিয়ে
বোতাম আঁটা জামার নিচে, কেবল পশু ঘুমিয়ে থাকে,
তাই হররোজ হয়না পরা।
পড়াই কেবল শেষ সম্বল।
ইচ্ছে হলেও হয়না আর
মরার পরে আমার গোরে —
যতন করা অপঠিত লাইব্রেরিটা আস্তে রেখো।
রচনাকাল ২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ইং
বিশ্ব ব্যাংক কলোনি, চট্টগ্রাম।