অন্য ভাষা ছোঁয়নি হৃদয়
দেয়নি আমায় নাড়া,
বললে কথা মন ভরেনা
বাংলা ভাষা ছাড়া।

বাংলা ছাড়া ঝুট-ঝামেলার
বাংলা চেনা সুর,
কান্না হাসির তৃপ্তি খুঁজি
দুঃখ করে দূর।

ফাগুন এলেই বর্ণ হাসে
মন ভরে যায় গানে,
সেই চেনা সুর হচ্ছে ফেরী
পাখির কলতানে।

বুকের তাজা রক্ত ঢেলে
বাংলা আমার কেনা,
হাজার ভাষার ভীড়ের মাঝে
বাংলাকে যায় চেনা।

“ভাষা শহিদ” আছে কোথা
বাংলা ভাষা ছাড়া!
অন্য ভাষা ছোঁয়নি হৃদয়
দেয়নি আমায় নাড়া।


রচনাকাল: ২৪.০২.২০১৭ইং, চট্টগ্রাম।