পূর্ণ চাঁদের আলোয়, নিজেকে বড্ড
অচেনা লাগছে;
দখিনা বাতাসে ভেসে আসা হাস্নাহেনার
ঘ্রাণ,
ইথারের তালে ভেসে আসা ধীর
লয়ের সুর,
কিছুতেই আমি মানিয়ে ওঠতে পারছি না!
শিউরে ওঠা মীনার আর্তনাদ
ফুটপাতে পড়ে থাকা অনাথের করুণ চাহনি
কিংবা নিষিদ্ধ পল্লীর মোহ
কিছুই আজ আমােক টানছে না!
লোডশেডিংয়ের তীব্রতায়, সকালে
নাস্তার টেবিলে,
লাঞ্চে কিংবা ডিনারে, খুব অসহায় বোধ
করি!
বিকেলের সোনা রোদে—
ধূম উড়ানো চায়ের পেয়ালার অপেক্ষায়,
আমার বুক ফেটে আসে দীর্ঘশ্বাস।
প্লেটের অর্ধেক রেখে, ওঠে
পড়তে হয় আমােক!
বিস্বাদ হয়ে ওঠেছে খাবারগুলো!
গরু ভূনাতেও লোভ জাগিয়ে রাখতে
পারছি না,
মাকড়ের দল হুল্লোড় করে বেড়ায়
বাকি অর্ধেকে!
পলকহীন চেয়ে থাকি
তোমার...প্রতিক্ষায়।
প্রতীক্ষা // মাহদী হাসান
২৭/০৯/২০১৫ইং,চট্টগ্রাম।