তুমি এলে বলেইতো আমি আজ তৃপ্ত!
আমার আপাদমস্তক ছুঁয়ে
শীতল করেছো আপন কারিশমায়!
নরকের নিশ্বাসে বাসর গিয়েছি ভুলে
আজ মন মন্দিরে প্লাবন জাগিয়ে,
অনবরত ধ্রুপদী নৃত্যের তালে
তোমার কোলেই সভ্যতা বিসর্জন করেছি আমারি অজান্তে!
হে বৃষ্টিদেবী, আমি ভিজায়েছি ঘামের প্লাবনে,
আর আমি তোমার আদুরে চোখের জলে
তোমাতে আমি হবো বিলীন —তোমারি নিষিক্ত ডিম্বাণুতে।
১১ জুন, ২০১৫ইং।