পলকহীন দৃষ্টিতে তীক্ষ্ণ তীরের মতো বিঁধতে পারি নি!
মেরুন রঙা ঘাসফড়িঙ, ক্যানভাসে পড়ে আছে নিষ্প্রাণ,
তোমার সুনির্মল পদধ্বনি, গায়ের সোঁদা গন্ধ,
বসন্তে ছেয়ে যায় জড়জ অনুভূতিতে,
অজানা শিহরণে মাতাল করে, জল খেয়েছো একাই,
সবুজ হয়ে বাণের জলে সাঁতরে মরি!
ভোলার ছলে মেকাপ এঁটে দর্প পায়ে,
তারার মিছিল দেখেই তোমার হুঁশ থাকে না!
থাকো তোমার তারা নিয়ে, বসন্তটা চিরকালের নথ ভেবেছো!
বাস্তবতার ঘূর্ণিপাকে উড়তে জানি,
আমি হলেম আপন ভোলা, ভুলতে জানি।
মার্চ ০৪, ২০১৫ইং।