অনেক চেষ্টা করেও পারিনি, তোমার রহম আনতে,
এতো আবেদন! মঞ্জুর হোক, জুলুমের ইতি টানতে।
তুমি কী দেখো না, রক্ত নদীতে মানবতা আজ ভাসে!
জালিম শাহিরা দ্বীন ভুলে গিয়ে, নাচে বুনো উল্লাসে!
নারী ও শিশুর কান্নার ধ্বনি, আঘাত আসিয়া বিঁধে,
রহমের দ্বার খুলে দাও খোদা, শক্তি দিওগো হৃদে।
আরশ ভেদিয়া যায় না বুঝি— নারী ও শিশুর কান্না,
চাইনিতো খোদা তোমার দুয়ারে হিরা মতি আর পান্না।
কান্নায় আগে বুক ভাসাতাম, এখন আসে না পানি
তোমার রহম দিওগো খোদা, শেষ হবে না জানি।
পাপের বোঝায় নুয়ে পড়েছি, তাই দিয়েছো আড়ি!
হৃদয় পড়ে বুঝে নাও- খোদা, আমাদের আহাজারি।
তুমি গাফফার, তুমি কাহহার, মুছে দাও পেরেশানি,
তুমি রহমান, দয়ার আধার, ভুল নেই মোটে জানি।