পাপে ভরা এ জীবন অমানিশা ঘোর
ছোট এই জীবনের কবে হবে ভোর!
মউজের তালে তালে হারিয়েছি দিশ
রোনাজারি করি খোদা, করো বখশিশ।
মূর্তির পূজা করা কলুষিত মন-
সহজ সরল পথ খুঁজি সারাক্ষণ।
ঘুণে ধরা মানবতা হারিয়েছি কুল,
আশার প্রদীপ জ্বেলে- এলেন রাসুল।
আমিনার কোল ছেয়ে- শান্তির গান,
পিপাসিত এই মনে ফিরে এলো প্রাণ।
আলোময় পথ রচে ফোটালেন ফুল,
সে ফুলের খুশবুতে হলাম ব্যাকুল।
চারদিক শুনছি- দুরুদের রব,
ত্যাগ মায়া মমতায়, মাতোয়ারা সব।
চির সুন্দর তিনি- খুলুকে আজিম,
হরদম আশেকেরা করছে তাজিম।
দ্যুতিময়, জমানার নয়া সাম্পান,
নিজ মহিমায় তিনি আলোক ছড়ান।
কুল কায়েনাত খুশি, খুশি ত্রিভুবন-
পূর্ণতা পেলো এই মানবজীবন।