এই বৃষ্টি ভেজা দিনে,
হারিয়ে যাবো আমি,
সাতছড়ি চা-বাগানে,
যেন আমি মুক্ত পাখি, মুক্ত জমি,
মুক্ত জগতে ।।
এই বৃষ্টি ভেজা দিনে,
মিশে যাবো ঐ বাগানে,
বিশুদ্ধ লেকে, নির্মল বায়ুতরঙ্গে,
যেন এটাই তুমার আমার মিলনের রঙ্গে,
রঙ্গিন হবে আহত হৃদয়।।
সৈয়দ মুহা. মাহদী হাসান
হবিগঞ্জ