শিক্ষক হলো জ্ঞানের রবি,
মনের মাঝে আঁকেন ছবি।
শিক্ষক হলেন মমতার নীড়,
দীক্ষা নিতে করে সব ভীড়।
হতে পারে ভুল-অপরাধ,
তাই বলে কি করবেন আঘাত।
শাসনে শুধু হয়না জ্ঞানদান,
এরও আছে অনেক প্রমাণ।
শিক্ষক যদি হয় জ্ঞান,মমতার ছাতি,
ঘরে-ঘরে জ্বলবে জ্ঞানের বাতি।
বেত্রাঘাতে দেহে লেগেছে যতো,
তার চেয়ে হৃদয়ে হয়েছে ক্ষত।
মনের মাঝে জাগিয়ে ভয়,
করা যায়না কোন কিছু জয়।
ভালোবাসা,মমতায় অনেক কিছু হয়,
আঘাতে যা হতে পারে সব কিছু লয়।