ঈদুল আজহা এলো
বছর ঘুরে,
ত্যাগের মহিমায় ভাসছে,
বিশ্ব জুড়ে।
ইব্রাহীমের ত্যাগের শিক্ষা নাও,
সবকিছু আজ রবের জন্য বিলাও।
কোরবানি হচ্ছে মুমিনের ঘরে-ঘরে,
গরিব-দুখী কেউ নেই আজ অনাহারে।
বনের পশু মনের পশু
সব হোক কোরবানি,
সারাবছর জীবন চলুক,
বিধান মেনে কোরআনি।
সুবাসিত চারিদিক,
গোলাপ আতরের ঘ্রানে।
ভেদাভেদ ভুলে,
আজ আনন্দ প্রতি প্রাণে।
গোস্ত, পোলাও কোর্মা পায়েস
বিলাও ঘরে ঘরে,
রাগ অভিমান হিংসা ভুলে,
শত্রু-মিত্র নাও বাহুডোরে।