বসন্তের আগমন
কবি মাহ্দী হাসান
ফাগুন যে এসেছে ধরায়,
নেচেছে মনে বাতাসের ছোঁয়ায়।
দক্ষিণা দুয়ার গেছে খুলে,
বাগান ভরেছে নব ফুলে।
ফুটেছে আজ আমের মুকুল,
ফুটেছে বাতাবি লেবুর ফুল,
তার গন্ধে মনে হয়েছে আকুল,
মিষ্টি সুরে গাইছে কোকিল গান।
ভ্রমরেরা গুঞ্জন করে চলছে,
প্রজাপতি ফুলের উপর উড়ছে,
কচি পাতায় সেজেছে বৃক্ষরাজি,
প্রকৃতিতে রুমের বন্যা বইছে আজি।