আচ্ছা ভাবনার আকাশটা এমন কেন হয়
যে খানে মনের অজান্তে রং ছড়ায়।
আচ্ছা সময় কেন এত নিষ্ঠুরতম হয়
যেখানে প্রতিনিয়ত বেদনা এসে জমা হয়।
আচ্ছা জীবন কেন এত বাঁক নেয়
প্রতিটি বাঁকে হিসাবের খাতা ভারি হয়।
আচ্ছা রাত্র কেন ঝি ঝি পোকা ডাকে
নাকী তাদের মনে আর্তনাদের হাহাকার।
আচ্ছা বিষাদের ছায়া কেন লম্বা হয়
নাকী পোড়া মাটির সাথে পুড়ে পুড়ে খাঁটি হয়।
বেলা শেষে ক্লান্ত পথিকের বেশে ফিরে এসে আনমনে বসে অস্থির ভাবের বহিপ্রকাশ।
এত মেঘ এত বৃষ্টি এত বসন্ত
তবু ভাবনার সীমানা শেষ হয় না।