তুমি মুখ ফিরিয়ে নিলে
অভিমান করে।
আমি ও
ছুটে চলি অবিরাম।
হয়তো নদীর বালু চরে
না হয় গায়ের মেঁঠো পথ বেয়ে।
দেখো আমি ও থেমে নেই
হয়তো তোমার মত করে না।
তবে আমি নিজের মত করে
আমার সীমান্ত পথে ঘুরে বেড়ায়।
কত বসন্ত চলে গেছে
আবার হয়তো আসবে।
অজ না ব্যথায়
কত পথ পাড়িয়ে দেওয়া।