শিমুল পারুল কামিনী বকুল
সব ফুলের গন্ধে আকুল।
মনের সীমান্ত পেরিয়ে গড়ে উঠে
ভালোবাসার একটি কলি।
ফুটন্ত ফুলের সৌরভে
গড়ে ওঠে ভালোবাসার নীড়।
গাঙচিল উড়ে যায় সীমান্ত পেরিয়ে
আপন জনের নীড়ে।
ভাবছি আধারে বসে
দূর আকাশের পানে চেয়ে।
ডানা মেলে উড়ে গেলে
ওই পাখিদের ভীড়ে।
মনে পড়ে নিবিড় বুক ভরা ব্যথা
কোন এক বসন্তের জ্বোসনা রাতে।
সীমানা পেরিয়ে কোন লোকালয়ে
আছো তুমি এক ঝাঁক পাখিদের ভীড়ে।