স্বাধীনতার রক্ত ঝরা
মনে পরানের আবেগ মাখা।
শ্রাবণের মেঘে ঢাকা
রক্ত ঝরা স্বাধীনতা।
আষাঢ় মাসের বর্ষা ভেজা
রক্তে দোলা স্বাধীনতা ।
মেঘনা নদীর মাঝে চলা
নৌকা দোলা স্বাধীনতা।
শিশির ভেজা দুর্বাঘাসে
স্বাধীনতার ঝাপটা দোলে ।
কোকিল পাখির কণ্ঠ স্বরে
ইতিহাস তাই স্বরণ করে।
মধ্যে পুকুরে সাঁতার কাটা
রৌদ্র দোলা স্বাধীনতা।
মুক্তিযুদ্ধের বিজয় গাঁথা
রক্তে দোলা স্বাধীনতা।