হে স্বপ্নময় পৃথিবী
তুমি রাখবে কি আমায় মনে?
শত ব্যস্ততার মাঝে।
না কি শ্রবণের জলে ভিজিয়ে
ভাসিয়ে দিবে মহাকালের স্রোতে।
পারিনি তো কোন স্মৃতি
রেখে যেতে তোমার স্মরণে।
নীল খামে চিঠি লিখে
পাটিয়েছি তোমার তরে,
রেখো তুমি আমায় মনে
মিনতি করি তোমার কাছে।
হে পৃথিবী রাখবেনা আমায় মনে ?
তোমাকে নীল শাড়ী পরিয়ে
আলতারাঙ্গা পায়ে নুপুর দিয়ে
হেটে যাবো তোমার সাথে
কোন এক বসন্তের জ্বোসনা রাতে।
পানসি মেঘের ভেলায়,
তোমাকে আাড়াল করে
যেদিন হারিয়ে যাব আমি।
বলো সেদিনও কি রাখবে আমায় মনে
তোমার মায়াবি আঁচল দিয়ে জড়িয়ে।