চির পরিচিত জানালায় দাঁড়িয়ে
দূর আকাশে চাঁদের পানে চেয়ে।
নতুন জীবনের স্বপ্নোয়
হয়ত বা সমুদ্র পাড়ে দাঁড়িয়ে,
দেখছো নিজের ছায়া মাঁড়াতে।
নয়তো বা সোনালী রৌদ্দুরে
দেখছো সবুজ ধানগাছ,
মোলায়েম দেহখানা দোলাতে।
বিশ্বাস যেখান অবিশ্বাসের সুর বাজে
কি করে হয় হৃদয়ের মিল।
যে ঘুড়ি উড়ে যায় আদরের সুতা ছিঁড়ে
লাঠায় তো তবু থেকে যায় হাতে।
কি লাভ বলো
আসবে কি ?
সে ঘুড়ি ফিরে।
শত চেষ্টা করেও ব্যার্থ হৃদয়
তাকিয়ে রয় আদরের ঘুড়ির পানে।
একবার বলো আসবে
দক্ষিণা জানালায় মৃধ বাতাস হয়ে,
ব্যাথা ভরা হৃদয়ে সাড়া জাগাতে।
জানিনা বালিশ বিহিন ঘরে
আমারে কবে রাখবে শুয়ায়ে।
সেদিনই না হয়
এসো একবার শুধু একবার
আমার এ মিনতির মিছিলে।