ফাগুনে গোলাপের পাঁপড়ি নিয়ে।
তুমি আসবে কি ?
দিঘির জলের স্বপ্নো নিয়ে
রিমি ঝিমি বর্ষায় ভিজে,
আবার আসবে কি ফিরে।
পানকৌড়ির মতো করে
আসায় আসায় সন্ধা নামে।
শরৎ এর শিউলি ফুটে
ঝরে গেছে অভিমান করে।
সাঁজের বেলায় হয়নি সাঁজা
গাঁয়ের নব বধুর।
বসন্ত বিলাস হবে কিনা
মনের মাঝে প্রশ্ন জাগে।
তুমি আসবে কি ?
ফাগুনে গোলাপের পাঁপড়ি নিয়ে
ফুলের পাঁপড়ি ছিন্ন হলে
পানসি মেঘ হাওয়ায় ওড়ে,
কাঁপে আবার গর্জনে।
ঝিঝির শুরে আবাক হয়ে
তুমি আসবে কি ?
ফাগুনে গোলাপের পাঁপড়ি নিয়ে।