এই বাংলার বুকে জন্মে আমি
দেখেছি রুপের সমাহার।

দেখেছি জলের ছবি
যত দুর চোখ যায় জল আর জল   ।

আবার দেখেছি খরার ছবি
চারিদিকে শুধু চৈত্রের দাবদহ।

দেখেছি অতি বৃষ্টি আর অনা বৃষ্টি
ফসলের ক্ষয়ক্ষতি  ও কৃষকের কান্না ।

দেখেছি বসন্তের ছবি
গাছে গাছে ফুল আর পাখিদের ডাক।

আবার দেখেছি ফসলের সুবাস নিতে
কৃষক কৃষাণী হাসি মাখা মুখ ।


  দেখেছি দক্ষিণা বাতাসে
ধান গাছের দোল খাওয়া    ।

  এত মায়া ভরা হাসি মাখা মুখ
দেখবো বলেই জন্ম আমার রুপের বাংলায়।



১৪/০৫/২০২০
ঝিনাইদহ