৭১ এর বিজয় গাথা এই দিনে
পেয়েছি অসিম জাগ্রত বেদনা,
তবুও দেখেছি আমি রক্তিম আকাশে সূর্য উঠা।

প্রতি বর্ষ এসে স্মরণ করিয়ে দেয়
ক্ষন আগে সেই বাণী - ব্যথা সেই ভালোবাসা।
অন্তরে জাগিয়েছিল তৃপ্তি হীন অনন্ত পিয়াসা,
বেদনার অনুভূতি মনে নিয়ে মেতে উঠি উৎসবে।
ফুটন্ত ফুলের কোলে হাসির ছলনে
সবুজ পাতার মত শিহরণ জাগে মনে,
বিজয়ের কথা শুনে।

মায়ের কাছে বিজয়ের কথা শুনে
কোলের শিশুটি ভুলে যায় হাসতে।
নিদারুণ বেদনার উত্তাপে অশ্রু শুকিয়ে যায়
বিজয়ের কাহিনী  শুনে।

সূর্যের আলোয় লাল হয়ে ফিরেছে মোদের  বিজয়
কাঁদি বেদনায়, তবুও বিজয়ের বর্ষ আসে
জোয়ারের মত হয়ে।
আলোর রহস্যময় সহোদরের মত
বিজয়ের পতাকা উড়ে আকাশের পানে।