বয়সের সীমানায়
দেবো না লাগাম আর ।
চলছে সে তরণীর বেশে চলুক।
পাখা মেলে রঙ্গিন স্বপ্নোয়
থাকছে বিভোর হয়ে।
এই তো সেদিন ছিলো,
বটের ছায়ায় রাখালি বাঁশির সুরে।
আজ আবার কেন তুমি
কান্ডহীন পাতার মত।
তোমাকে সেদিন পরিয়েছিল,
রুপালি নদীর তীরে শিউলি ফুলের মালা।
আজ তুমি শত মায়ের অশ্রু হারা,
কান্নার মাঝে পড়ে আছো পৃথিবীতে।
হৃদয়ের বাঁধন ছিন্ন করে
নিয়ে যাবে আমাকে
নৌকা সাজিয়ে।
দুচোখের জলে ভাসিয়ে প্রিয়জন,
চারিদিকে শুধু হাহাকারের রোল
থাকবে সবই পড়ে।
থাকবো না আমি তোমাদের মাঝে।