ছোট বেলায় এক বার সাধ জাগলো
ঘুড়ি উড়াবার।
কত রাখালের পিছু নিয়ে তৈরি করে আনলাম ঘুড়ি
কিন্তু সুতা পাবো কোথায়?
বাবার বকুনির জন্য ঘুড়ি উড়াবার সাদ হয়ে ওঠেনি।
সাদ জাগলো বাঁশি বাজাবার
কিন্তু বাঁশি কেনা হয়ে ওঠেনি সেদিন।
সাদ ছিলো বর্ষা আসলে
কলা গাছের ভেওয়া ভাসিয়ে ভিজবো
গায়েব ছেলেদের সঙ্গে মিশে ,
মায়ের শাসনের কাছে হয়ে ওঠেনি সেদিন ভেজা ।
কত মাস অপেক্ষা করেছি বৈশাখী মেলার জন্য
কত কিছু দেখবো ও কেনার জন্য।
নাগর দোলায় চড়বো
পুতুল নাচ দেখে মনের সাদ মেটাবে
তবে হয়ে ওঠেনি !
এখনও বৈশাখী মেলা আসে যায়
কিন্তু হয়ে ওঠেনি কেনা,বাঁশিি ঘুড়ি ও মনের ভিতরে পুষে রাখা কত অনুভূতির ইচ্ছে।