ফুল ছিটানো প্রভাত বেলা, বাঁশ বাগানে জোনাক জ্বলা,
কেরোসিনের গন্ধ জড়ানো চেরাগ জ্বলে সন্ধ্যাবেলা
দুপুরবেলা কাঁঠাল তলা, বাসন হাতে আম মাখানো,
কোথায় গেল খেলার সাথী ,সবুজ মাঠের মায়া জড়ানো।
উঠোন জুড়ে রাত্রি বেলা চাঁদের হাসি,
দূর আকাশে তারার মেলায় স্বপ্নে ভাসি।
আহা মাদুর পেতে বসে যেতাম ডিঙি নৌকায় ,
মেঘের উপর চাঁদের হাসি , চাঁদের বুড়ি কোথায় লুকায়?
হাসনাহেনার মৃদু ঘ্রাণ বাতাসে ভাসে,
বাতাবি লেবুর ফুলের গন্ধ আজও আসে।
আহা!শিশিরের শব্দের মতই সুন্দর
রাতের আরাম ঘুমের চাদর, চোখের উপর।
আনন্দের আবর্তনে মুরব্বিদের গল্পও ছিল উঠোনজুড়ে,
অদ্ভুত মায়া ছিল পান সুপারি, তামুক পাতার ঘ্রান ঘুরে।
পান বাটার শব্দ ভাসে,বসত ভিটার মাটি হতে
অর্ধেক সৌন্দর্যই মুরুব্বীরা, শিশুদের আধো কথাতে।
মুরব্বিহীন বাড়ি প্রাণহীন, কুয়াশায় ঢাকা আনমনা,
স্বার্থপর সন্তানের বোঝা,যদিও মা বাবা রহমতের সামিয়ানা।
যত বেশি আত্মকেন্দ্রিক ততোই কমেছে আন্তরিকতা
যৌথ পরিবার ভেঙ্গে কাঁচের ফ্ল্যাটে, আহা কমেছে মায়া মমতা