শেখ সাদী রহঃ হাজার বছরে একবার ফোটা ফুলের কুড়ি
,পাখি, ফুল,প্রজাপতিদের সংগে আমিও তাকে পছন্দ করি।
কি অদ্ভুত নাতে রাসুল বালাগাল-উলা-বে কামালেহি,
অসম্ভব সুন্দর তাব ছন্দ, কাশাফাদ্ দুজা বে জামালিহী।
তাকে সম্মান দিলে সাগরের জলকে ভালোবাসা হয়,
তার প্রশংসা করলে পাখিদের চলে যায় ভয়।
,দাম্ভিক মানুষেরা, পিপিলিকার কাছেও ছিন্ন পাতা
হাজার বছর পরেও দীর্ঘ শ্বাসে ভরা তাঁর কবিতার খাতা।
তোমার দৃঢ়তা আজও আমাদের বৃত্তকে ঘূর্ণমান করে।
তোমার সাহসিকতায় শয়তানের পায়ের পাতা কাঁপে থরে থরে।
তোমার বোধশক্তি বিচক্ষণতা, আজও খুব বেশি পরিশুদ্ধ ,
নির্বোধ পার্থিবপূজারী কবিরা,তোমার প্রতি ক্রুদ্ধ
তোমার কবিতা ঝরনার মতো,মানুষদের কাঁদায়।
হে মহিমাম্বিত বন্ধু তোমার দিকনির্দেশনা আলোর পথে হাঁটায়,
তোমার উদ্দাম চক্ষু যুগলেএখনো জ্ঞানের আলো ছড়ায়,
হে আনন্দ-উৎসব গোলাপ, শিশুরা এখনো তোমার কবরে,ঝরাফুল কুড়ায়।