তার ব্যবহারে মুগ্ধ অভিভূত,
তারও কিন্তু দুঃখ ছিল,দীর্ঘশ্বাস যত।
বোনটা আমার দামি নগরের নাগরিক,
যৌথ খামারের মতো সম্ভাবনায় হোক সবদিক।
মানুষের ক্লান্তিতে তুমিও ক্লান্ত হও,
মানুষের দুঃখে তুমিও সান্তনার কথা কও।
তোমার শুভ্র চিন্তায় দূষিত ভাবনা লন্ড ভন্ড হয়,
অলক্ষ্যে তোমার উদারতা ভীষণ কারুকার্যময়।
অর্থবৃত্তে হাকডাক যাদের কুহু কুহু আর্তনাদ
তোমার লোভহীন ভালোবাসা, আন্তরিকতা নিখাদ।
এ তলাটে হৃষ্টপুষ্ট মানুষ আছে অথচ ব্যবহারটা চামার,
শাহিনা সুলতানা তোমার মত কজন আছে বোন তোমার আমার।
কৌশরে দেখতো দরজা মেলে সাদা ভোর বেলা
শৈশব ছিল উজ্জ্বলতায় ভরা, ছিলনা কাজের হেলা।
প্রতিদিন তুমি স্বপ্নেরস্কেচ আকো স্বচ্ছ পানির মত,
কষ্টের কবিতা ছাপাতে তোমার অনন্ত সহযোগিতা যত।