এখনো যাওয়া হলো না রাসূলের রওজায়,,,
এখনো আসা হলো না কাবার দরজায়..
অথচ সূর্য উঁকি দিচ্ছে পশ্চিম আকাশে!
মনে হয় রাসূলের জামার সুগন্ধ ভেসে আসছে মরুর বাতাসে....
রাতের ওহুদ কি স্নিগ্ধ তারায় ঢাকা?
বদরের প্রান্তর কতো স্মৃতির আখড়ে আঁকা..
মনে হয় এখনো বেলালের আজানে, জাবালে নূর হাসছে..
এখনো গারে ছওয়ারে রাসুলের উম্মত কাঁদছে...
এখনো ছোঁয়া হলো না হাজরে আসওয়াদ,
এখনো বিবি হালিমার বাড়ি যাওয়া হয়নি,জাগে প্রাণের সাধ!
মরুর কুয়াশায় ঘোর সওয়ার,দেখে মনে হয় খালিদ আসছে
খেজুরের বাগান দেখে মনে হয় খলিফা ওমরের শাসন ফিরে এসেছে....
কোথায় মুজদালিফা,কোথায় মিনা, কোথায় আরাফাত ময়দান...?!
চোখের জলে মরু ফুল ফুটে,যেন স্মৃতির মরুদ্দ্যান...
আহা!খন্দক,আহা!হুনায়েন, কত পেরেশানি বদরের প্রান্তর,,
সেসব শহীদের স্মৃতি আজ জাগায় ইমানি অন্তর..।
এখনও দেখা হলোনা জাবালে নূর
আহা! তায়েফের প্রান্তর কোথায় আর যেতে হবে কতদূর?!
সুউচ্চ বিশাল এক পাহাড়ি পথ,রক্তাক্ত..
চোখেতে ভাসে জ্যোতিষমান এক মহাপুরুষের দেহ ক্ষতবিক্ষত..।
তবুও অভিশাপ দিলে না, কোনো অভিযোগ করলে না
উদার কন্ঠের আহ্বান শোনালে,মানুষে মানুষে ভেদাভেদ করো না..!
যার কাছে ঘোচাল,অভিশপ্ত অন্ধকারের তিমির রাত্রি
সুগন্ধের দরজা দিয়ে যেতে পারবো কি রাসুল! শহীদি কাফেলার সে যাত্রী?!
আরবের আকাশে যখন লাল মেঘ দেখা যায়,মনে হয় রাসূলের বেদনা ভাসে..
কষ্টের নবী কষ্টই করে গেলে মরুদুলালির দেশে..
এখনো কাবার চত্ত্বরে পাখিরা তাওয়াফ করে,নির্জন আকাশ
এখনো যাওয়া হয়নি,খেজুর পাতায় ছাওয়া মা ফাতেমার স্মৃতির আবাস..
.
এই আরবে একদিন আমিও যেতে চেয়েছিলাম,যেখানে জান্নাতুল বাকী...
বুকের রক্তে লাল করেছে সেসব শহিদী সাহাবা,সেখানে সুয়াইয়া রাখি..
সামলাতে পারি না বুক ভরা আবেগের অবলা কষ্ট,,,
হে! রাসুল যদি আসতাম রওজায়,তবে আত্মার নীল বেদনা মুছে যেত স্পষ্ট..।