হে প্রভু সত্যি কারের প্রশংসা করার তৌফিক দাও,
আমাকে ভারসাম্যপূর্ণ আত্মার প্রাচুর্যে আবৃত করে নাও।
দারিদ্রতার যন্ত্রণায় আমি যেন নরকে ঝাপ না দেই,
আমি যেন সম্পদের তাড়নায় মাত্রাতিরিক্ত উৎফুল্ল না হই।
হে প্রভু লজ্জার ধুলোতে আমার মুখখানা আবৃত কর,
আমার আত্মা যেন কেপে কেঁপে উঠে অন্যায়ের পর।
চোখ দুটো থেকে যেন বের হয় অনুতপ্তের লবণাক্ত অশ্রু,
শয়তানের কথায় প্রলুব্ধ হওয়ার আগে লজ্জিত হয় যুগল ভ্রু,
হে প্রভু আমাকে উপহাস ও হিংসার পাত্র-বানিও না,
যে শব্দ উচ্চারণ করতে জানিনা তার পেরেশানি দিও না।
নিজের চাহিদার পুজোক নাহয়ে, আসে যেন মর্ম বেদনা,
জীবন সমুদ্রে নিঃসঙ্গ ঢেউয়ের মতো না আসে যন্ত্রণা,
আমাদের দৃষ্টিগোচরের বাইরে, দাও তুমি বুদ্ধিমত্তার অংক,
আর আমি যেন মানুষের জন্য না হয়ে উঠি নিষ্ঠুরআতঙ্ক।
হে প্রভু, জীবনের সব অন্তরায় তোমার জ্যোতিতে পোড়াও,
আর স্বার্থপরতা প্রাচীন কুয়োর কালচে পানিতে ডোবাও।