মা আজো তোমার ইচ্ছা পূরণ করতে পারিনি,
মানুষের দুঃখ ও বেদনার অশ্রুর মধ্য,
হঠাৎ কবিতার মধ্য দিয়ে জাগ্রত হলাম।
তুমি চেয়েছিলে বাবার মত হতে,
ঝড় ও অন্ধকারের কাছে অসহায় আমি,
চারপাশে গাড় হিমেল দীর্ঘ শ্বাস।
আকাঙ্খার ভেলা বাইছি অসময়ে,
যদিও প্রতিহিংসার থালা ভরা বিষ,
তবু তোমার স্বপ্ন বুকে নিয়ে বেঁচে আছি।
তোমার ইচ্ছা পূরণে প্রয়োজনে কাঁটা তারের বেড়া ডিঙ্গাবো,
সভ্যতার নীল অভিমান ভাঙতে, হাজার মাইল হাঁটবো
যদিও তাল পাতার পিছনে অবসন্ন চাঁদ হামাগরি দিয়ে হাঁটছে
শীত আর শিশিরের জলের মধ্যে ইচ্ছাপূরণে শেষ চেষ্টা করছি
বেঁচে থাকলে তুমি হয়তো বলতে,
সময় শেষ হয়ে এলেও এখনো শেষ হয়ে যায়নি।
মা তুমিই তো বলতে,
সকল প্রবাহের উৎস মূলে যে,
আল্লার ইচ্ছাই চূড়ান্ত।