আমি বকুলের মতো সহজেই ঝরে পড়ি,
গোলাপের মতো দৃঢ় নই।
লজ্জাবতীর মত শরমে মরি,
শেফালীর চেয়েও স্বল্প সময় রই ।
ধরনী বেধেছে খোঁপা কৃষ্ণচূড়ার মাথায়,
পরেছি কত মালা দেবদারুর পাতায়।
কাঁঠাল চাপা হাসনাহেনা ছড়িয়েছে কত গন্ধ,
রজনী গন্ধার ভালবাসার আমি পেয়েছি ছন্দ ।
সূর্য মুখীর মত চাঁদ মুখ আর কই?
টগরের মত এতো সুন্দর আমি নই।
অজানা ফুলের মত গোপনেই রই,
কামিনীর মত ফুল ধরণীতে কই?