ইচ্ছে করে,পাথরের টুকরোর মতো ডুব দেই, শান্ত পুকুরে,
শীতল পাটিতে গা এলিয়ে দেই গ্রীষ্মের দুপুরে।
ইচ্ছে করে,ঢেউয়ের আনন্দে স্রোতের ভাটিতে সাঁতার কাটি,
অথবা পালতোলা নৌকার গুন ধরে,নদীর পাড় ধরে হাঁটি।
ইচ্ছে করে, পদ্মার চরে মিলিত হই অতিথি পাখিদের আড্ডায়,
ফিরে দেখি পশুর নদীর পাড়ে অপরূপ শোভা কেওড়ায়।
ইচ্ছে করে,পথভ্রষ্ট আহত পাখির পিপাসা মিটাই,
অথবা বসন্তের নিকানো উঠোনে,কবিতার পাপড়ি উড়াই।
ইচ্ছে করে,মায়ের কোলে ঘুমিয়ে পড়ি ঘুম পাড়ানির গান শুনে,
কোথায় আমার কাজলা দিদি,হৃদয় মোর হুহু করে গল্প বুনে।
ইচ্ছে করে কদম কেয়ার বনে,ভেজা ডানায় রোদ্র মাখি,
সবুজ পাড়ায় ঘুম ভাঙানোর গান করি, সুহ্নদ ভোরের পাখি।
ইচ্ছে করে, বইয়ের নতুন পাতায় ঘ্রাণ শুকি,যেন শ্রেষ্ঠ সদাই,
অথবা ঈদের রাতে নতুন জুতো সীথেনে রাখি মনটা জুড়াই।
ইচ্ছে করে,ফিরে আসুক আবার ভ্রাতৃত্বের জয়গান,
নিপীড়ন ও দমন বন্ধ হোক,হয়ে উঠুক সুবিচারের মরুদ্দ্যান।